অনেক ভেবেও কখনো যে
সময়ের লয় পাই না,
অজানা রয় অনেক কিছু
ভেবেও হয় না জানা।
কখনো হই ক্লান্ত আমি
বুঝে পাই না কী আর দামি
কীসের লাগি করছি জানি
ভবে আনাগোনা।
অনেক ভেবেও কখনো যে
সময়ের লয় পাই না।।

ফাঁকি দিতে জানে সবাই
জুড়তে চায় না কেহ,
মেল বন্ধন আর বুঝে না কেউ
করে যায় ঠিক হেয়।
সময়ের কী অদ্ভুত খেলা
দুঃখ আবার সুখের মেলা
বোঝা যায় না কে কখন ঠিক
দেবে আবার হানা।
অনেক ভেবেও কখনো যে
সময়ের লয় পাই না।।