সময় ধারার মাঝে আমি
আটকে গেছি কোথায়,
সকল কিছু হারাচ্ছে মন
সময় কাটছে ব্যথায়।
যেমন করেই সকল বাধা
করতে হবে ঠিক পার,
যেমন করেই দূর করতে ঠিক
হবে সকল আঁধার।
যেমন করেই দূর করতে ঠিক
হবে মনের দ্বন্দ্ব,
আনতে হবে চলার ধারায়
এবার নতুন ছন্দ।
ঘিরে থাকতে হবে এবার
নতুন আলোর মাঝে,
সময়কে ঠিক লাগাতেই যে
হবে সঠিক কাজে।
যেমন করেই বাড়তে হবে
এবার সঠিক পথে,
সকল বাধার মাঝেও লেগে
থাকতে হবে ব্রতে।