প্রভু সবাই ভালো থাকুক
এই বাসনা মনে,
সবার মুখে দেখলে হাসি
সুখ মিলে সেই ক্ষণে।
কারোর চোখের কান্না দেখলে
ব্যথা লাগে বুকে,
কারোর দুঃখ দেখেও কী গো
থাকা যায় আর সুখে।
কারোর ভালো হলে চাইবো
হোক তার আরো ভালো,
সবাই সবার ভালো চাইলে
ছড়াবে ঠিক আলো।
সবার সুখে সুখী হওয়া
নয় গো সহজ কথা,
তাহার লাগি থাকতে হবে
অপার মানবতা।
সূর্য যেমন ভুবন করে
প্রকাশিত আলোয়,
তেমন করে মিশে থাকতে
হবে সবার ভালোয়।
এক পা এক পা করে চললেও
মিলবে একদিন লক্ষ্য,
নিজেকে তাই তৈরী করতে
হবে পরিপক্ক।।