জীবন সাজে কতো রঙে
রঙিন তাহার বাহার,
সুখের দুঃখের খেলা জীবন, খুঁজলে পাবে তার দ্বার,
সবার জীবন ভিন্ন ভিন্ন
কেহ যে নয় পুরো পূর্ণ,
কর্ম মাঝেই রঙিন জীবন, থাকবে তাহা সঙ্গে।

মর্মে সবার ভিন্ন ছবি
কর্মে সফলতা,
বড়ো বড়ো কথায় হয় না, কর্মে নীরবতা,
কর্মেই রঙিন সাজে জীবন
একত্র হোক ইন্দ্রিয় মন,
তবেই সাজবে রঙিন আলয়, উঠবে নবীন রবি।

ধর্মের পথে চললে পরে
তৃপ্তি পাবে মনে,
অন্ধকারে আলো পাবে, মিষ্টি সুবাস সনে,
সাজবে জীবন রঙিন সাজে
সৃষ্টি হবে কর্ম মাঝে,
পবিত্রতা আনো মনে, যাবে এ মন ভরে।।