রাধা কৃষ্ণের নামের স্রোতে
গেলাম আমি ভেসে,
যে পড়েছে এমন প্রেমে
ঠিক মোহনায় মেশে।
একবার নামে মজে গেলে
দুষ্প্রাপ্য সব এমনি মেলে,
রাধা কৃষ্ণের প্রেমের স্রোতে
কেঁদেও সবাই হেসে।
যে পড়েছে এমন প্রেমে
ঠিক মোহনায় মেশে।।

মণি মুক্তোর চেয়েও যে এই
নামের সাধন মহৎ,  
এই নাম কভু ছাড়বো না তাই
নিলাম সবাই শপথ।
দিবানিশি থাকবো মজে
চরণ যুগল যাবো ভজে
এমন প্রকাশ আর পাবো না
থাকতে চাই এ রেশে।
যে পড়েছে এমন প্রেমে
ঠিক মোহনায় মেশে।।