জানি না কী ভাগ্যের লিখন
যাচ্ছি কর্ম করে,
জানি না এই জীবনটা ঠিক
আছে কীসের তরে।
কখন বুঝবো লক্ষ্য আমার
চলবো সঠিক পথে,
জানি না ঠিক মলম কখন
লাগবে আমার ক্ষতে।
পাহাড় পর্বত পার হয়ে যাই
মিলে না তাও দিশে,
স্বপ্নের দেশে কখন যে ঠিক
যাবো আমি মিশে।
চলছি খুঁজে আমি আমায়
পাবো যে ঠিক কখন,
বাস্তবতার স্বপ্ন আমার
পূর্ণ হবে কখন?
প্রশ্ন চিহ্ন নিয়ে আমি
আছি দ্বিধার মাঝে,
জানি না ঠিক আসবো কখন
আমি সবার কাজে।
মানব জীবন শ্রেষ্ঠ জীবন
চাই না হতে ব্যর্থ,
স্বাধীন মতো চলতে চাই গো
হতে চাই ঠিক মুক্ত।।