প্রভুই আমার সকল কিছু
তার ইশারায় চলি,
মনে মনে তাই তো সদা
প্রভুর নাম ঠিক বলি।
বেশি কিছু চাই না আমায়
প্রভুর ছোঁয়া পেলে,
প্রভুর কৃপা থাকলে পরে
সকল কিছুই মেলে।
প্রভু আমার চেতনার সার
প্রভু আমার দাতা,
প্রভুর ছোঁয়ায় উল্টে যাচ্ছে
জীবনের এই খাতা।
সঁপে দিলাম আমায় আমি
এবার প্রভুর কাছে,
অভাব কিছুর হবে না আর
প্রভুর যে সব আছে।
মনের মাঝে দ্বিধা দ্বন্দ্ব
নেই এখন আর কিছু,
আপন মনে যাচ্ছি করে
শুধু প্রভুর পিছু।।