কতো যে দূর যাচ্ছি আমি
পাচ্ছি না তার হদিশ,
পেরিয়ে যাচ্ছে সময় এবার
বয়স হচ্ছে পঁচিশ।
বুঝে পাই না কী যে করি
চলি কোথায় ভেসে,
স্রোতের ধারায় জানি না ঠিক
যাচ্ছি কোথায় ভেসে।
জানি না ঠিক আঁধার কখন
দূরীভূত হবে,
বুঝবো কখন কীসের লাগি
এলাম যে এই ভবে।
মনের দ্বন্দ্ব জানি না ঠিক
মিঠবে কোথায় শেষে,
জানি না ঠিক মিলবো কোথায়
কোন যে নতুন বেশে।
চলতে চলতে ঠিক মোহনায়
পৌঁছবো ঠিক কখন,
বুঝছি এবার যা করার তা
করতে হবে এখন।
ভুলে গেলে হবে না আর
এই জীবনের লক্ষ্য,
যেমন করেই এই নিজেকে
করতে হবে দক্ষ।
নতুন আলোয় প্রকাশিত
হতেই হবে এবার,
যেমন করেই মেটাতে তাই
হবে সকল আঁধার।।