কী করবো তার হদিশ আমি
পাচ্ছি না এই ভবে,
মনোবাঞ্ছা জানি না ঠিক
কখন পূর্ণ হবে।
ঘুরছি হয়ে দিশেহারা
কী হবে আর আমার দ্বারা
পাচ্ছি না ঠিক বুঝে আমি
কী হবে আর কবে?
কী করবো তার হদিশ আমি
পাচ্ছি না এই ভবে।।
সব অপেক্ষার বাঁধ টুঁটেছে
হচ্ছে যে সব মিছে,
যতোই চাইছি আগে যেতে
যাচ্ছি তাও তো পিছে।
সব ছেড়ে তাই দূরের ডাকে
মন যে নতুন ছবি আঁকে
যথাসাধ্য করবো চেষ্টা
যা আমার তা রবে।
কী করবো তার হদিশ আমি
পাচ্ছি না এই ভবে।।