শান্ত নয় আর অশান্ত হও
ভেঙে যাও সব বাধা,
সমাধান যে করতে হবে
তোমাকেই সব ধাঁধা।
যেমন করেই সুদূর পথে
যাও হে তুমি মিশে,
দেখবে তখন এমনি করে
মিলবে সঠিক দিশে।
থেকো না আর অপেক্ষাতে
করো নতুন সৃষ্টি,
কর্মের প্রতি যেমন করেই
দাও হে তুমি দৃষ্টি।
আঁধার তুমি দাও হে মুছে
আছে তোমার সাধ্য,
আলোর বন্যা বয়ে এনো
করো তোমায় বাধ্য।
স্থিতি তুমি বদল করলে
বদল হবে পাশা,
হতে হবে এবার তোমায়
আপন মনের চাষা।
নিজেকে আজ নিজের প্রতি
দায়িত্ববান করো,
সুখের ধারায় তুমি তোমার
জীবনের লয় ভরো।।