কতো পুষ্প ফুটে বাগে সুবাসে এ মন জাগে
জাগে এই ধরা,
তাহার পরশে পাখি উড়ে চলে ডাকি ডাকি
খুশিতে সে ভরা।
যে বুঝিবে তার মর্ম পালন করিবে ধর্ম
সেই হবে সেরা
অনুভূতি করিবে যে থাকিবে সুখের মাঝে
রইবে না ঘেরা।
এ প্রকৃতিতে মিশিলে যাবে সব দুঃখ ভুলে
হবে নব সৃষ্টি
মন খুলে যে বা থাকে তাকে এ দুনিয়া ডাকে
দীপ্তি থাকে দৃষ্টি।
ভুলিবে না নিজ কৃষ্টি খরা নয় হবে বৃষ্টি
সবুজে ভরিবে
নাহি ভুলো মানবতা রাখো হে মনে সততা
সৃজন করিবে।
অহংকারে মত্ত হয়ে যেয়ো না যে ক্ষয়ে ক্ষয়ে
যে সহে, সে রহে
আত্মবিশ্বাস থাকিলে এ ধরায় সব মেলে
চলে সব বহে।