মধুময় ঐ সুবাস, থাকবে সনে বারোমাস
সর্বশ্রেষ্ঠ চেতনা থাকুক।
হবে না যে ত্রাস, রবে না যে ভ্রম,
পুষ্পবৃষ্টি হবে, আনো শ্রম।
আসুক নতুন সাজে আপামর সবার মাঝে,
অনুভূতি থাকে যেন পায় যেন লোক।
বোঝার মাঝে যে সব, আছে সব সুখ।