নিজের প্রতি অবহেলায়
তুমি কভু থেকো না আর,
যেমন করেই এবার তুমি
খুলো তোমার হৃদয়ের দ্বার।
স্মৃতি শক্তি প্রখর করে
চেতনায় হও যুক্ত,
মনে রেখো ধরার বুকে
সদাই তুমি মুক্ত।
খাঁচা বন্দী পাখির মতো
ব্যবহার আর কেনো,
এই জীবনের মর্ম তুমি
গভীরতায় জেনো।
দুঃখের কাছে হার মেনো না
উঠতে হবে তীরে,
জীবন পথে কভু তুমি
দেখো না আর ফিরে।
মস্তিষ্কেতে জঞ্জাল ভরে
রেখো না এই ভবে,
শান্তির সহিত আগুয়ান হও
অস্তিত্ব ঠিক রবে।
যেমন করবে তেমন তুমি
পাবে আবার ফিরে,
সকল কিছু আছে ভবে
শুধু তোমায় ঘিরে।।