তোমার কাছেই এলাম প্রভু, দাও হে তুমি দিশে
তোমার মাঝেই যেতে যে চাই, এবার আমি মিশে,
থাকতে চাই না অন্ধকারে, আমি দ্বিধার মাঝে
জীবনটাকে সাজাতে চাই, এবার নবীন সাজে।
হেরে যেতে চাই না আমি ব্যর্থ মায়ার কাছে
যা আছে তাই আমার কাছে, বুঝি অনেক আছে,
তোমার কাছে সকল পাওনা, পেয়ে গেছি প্রভু
তোমার থেকে দূর হতে তাই, চাই না আমি কভু।
পেতে চাই গো প্রভু আমি, তোমার নামের সুধা
তুমি আমায় ডাক দাও প্রভু, পেয়েছে মোর ক্ষুধা,
দিশেহারা হতে আমি চাই না ভবের মাঝে
তুমি আমায় লাগাও প্রভু, এবার তোমার কাজে।
তোমার সুরে সুর পেতে চাই, এবার প্রভু আমি
মনোবাঞ্ছা পূর্ণ করো, তুমিই অন্তর্যামী।।