সংকোচ রেখো না মনে
যা করিবে সবকিছু করো খোলা মনে
নিজ বুদ্ধি রাখো সনে
বিভ্রান্তিতে করো না কাজ রাখো স্মরণে।
করিয়া ভেবো না আর
যা করিবে তা আগে থেকেই ভেবে ফেলো
কথার নয় বাহার
ভালো কর্ম করে জীবনে এগিয়ে চলো।
রূপে, বড়ো নাহি হয়
সুন্দর উদার মন রেখো তুমি সদা
দেখো তুমি হবে জয়
সংকট কালেতে রেখো শুধু নীরবতা।
সহিষ্ণুতা রেখো সদা
প্রভু নেবেন তোমার ধৈর্যের পরীক্ষা
করিবে না যে ব্যস্ততা
মহাপুরুষের থেকে তুমি নিয়ো দীক্ষা।