মাতা-পিতা অমূল্য রত্ন
দেবাশীষ দেব
জীবন মাঝে অমূল্য রত্ন মাতা-পিতা
তাদের বিনে জগৎ সংসার সাজে না,
তারা তোমায় করেন বিশ্বে সর্ব জ্ঞাতা
তাদের তুমি কভু যে হেয় করিও না।
তোমার সুখেতে মাতা-পিতা সুখী হন
তোমার কর্তব্য তুমি সদা রেখো খুশি,
তুমি যে মাতা-পিতার একমাত্র ধন
তাদের যে তুমি কভু করিও না দোষী।
যাদের জন্য এ ভবে দেখিলে যে আলো
তাদের তুমি সংসারে সদা খুশি রেখো,
তাহারা চান তোমার দিনরাত ভালো
তাঁদের ভালোতে তুমি ভালো দিক দেখো।
তাহারা দূর করিবে ঘনঘটা কালো,
তাদের থেকেই তুমি নতুনত্ব শেখো।