হিংসা বিদ্বেষ আগুন হয়ে, ফুটছে লোকের মনে।
কার থেকে কে উঁচু হবে, ছুটছে তাই তো রণে।
যার কাছে আজ আছে টাকা, ভাবে সেই ভগবান,
নিজেই নিজের গুণগান করে, ভাবে নিজে মহান।
অহংকারে মত্ত হয়ে, হয়েছে সব সয়তান,
কার পেটে যে মারবে লাথি, চেষ্টা করে আপ্রাণ।
মানুষ যে আর নয় তো মানুষ, নেই যে কারোর মান হুঁশ
অন্যায় তারা নিজে করে, অন্যায়ের হয় আপোষ।
ক্ষণে ক্ষণে রূপ বদলায় সব, অন্যের ঘাড়ে দেয় দোষ,
মানুষ চেনা তাই বড়ো দায়, মানুষ হয়েছে মোষ।
অপকর্ম করেও তাদের, নেই যে কোনো আফসোস।
সকল ভাবে চায় যে তারা, ভরতে তাদের নিজ কোষ।
এই সংসারে মানুষ চেনা, তারা গোনার মতো,
সবাই নিজের স্বার্থ নিয়ে, অপকর্মে রত।