চলছে সময় পাচ্ছি না লয়
সকল কিছু দিচ্ছে ফাঁকি,
এই জীবনের মাঝে খুঁজি
আর কী আমার রইলো বাকি?
কেমন করে মিলবো আমি
জানি না ঠিক কোন মোহনায়,
থাকবো না এই ভবের মাঝে
থাকবো না আর ব্যর্থ আশায়।
কেমন করে প্রকাশিত
হবে জীবন ভুবন দোলায়,
মায়াজালে মায়ার খেলা
সকল কিছু ভবে ভুলায়।
কেমন করে চিত্ত আমি
সকল সময় রাখবো শুদ্ধি,
কোন ধারায় মন চলবে জানি
কী আছে এই মনের ঋদ্ধি।
যা হবে তা ভালো হলেই
সৃষ্টির ধারা যাবে বয়ে,
চলতে যদি থাকে এই মন
যাবে না আর কোথাও ক্ষয়ে।
ধৈর্য শক্তি আছে মনে
চেতনা ঠিক জাগুক এবার,
যেমন করেই মোকাবিলা
করতে হবে সকল ধাঁধার।।