চাঁদকে দেখে খুকু বলে
যাবো আমি চাঁদ মামার ঘর,
ঘুরে ঘুরে দেখবো আমি
ভবে নাই যে কেহ মোর পর।
দেখি আমি চাঁদ মামা যে
ঘুরে সে মোর সনে সনে,
তাহার সাথে করবো খেলা
হাসি রবে সদা মনে।
লাল নীল ফুল আর পরীর সনে
দেখবো ঘুরে চাঁদের সে দেশ,
দেখবো আমি রঙীন খেলা
থাকবে না যে হিংসা আর ক্লেশ।
চাঁদ মামার সে বুড়ির কাছে
শুনবো কতো মজার গল্প,
খেলাধূলা থাকবে অনেক
দুষ্টুমিটাও থাকবে অল্প।