দিন দুপুরে মাঠের মাঝে কাজ যে করে কৃষক
প্রখর রোদে শরীর ভেজে ঘামে
তবু তাদের পেট চলে না
বিপর্যয় যে নামে।
ছলে বলে কথার কলে নেয় সবকিছু কেড়ে
কৃষক হয়েও থাকে না চাল ঘরে
মুখে তবু ফুটে হাসি
বিচার কে বা করে?
ঘরের উপর ছাঁদ থাকে না, এমনি করে চলে
ধার দেনাতে যায় যে জীবন কেটে
তাদের খবর রাখে না কেউ
যায় যে জীবন খেটে।