দেখ দেখ বিশ্ববাসী
জগতের এ খেলা,
মানুষ যখন ভাবে নিজে
সৃষ্টিকর্তার ভেলা।
সকল বিপদ আসে তখন
দেখায় আপন শক্তি,
রুখে দাঁড়াও সবে তখন
দেখাও দেশ ভক্তি।
বিপদ আসে বিপদ যাবে
ধৈর্য সবে রাখো,
জয়ধ্বনি পেতে হলে
প্রতিষেধক মাখো।
সবার প্রতি যে,অনুরোধ
ডাকো সদা ঈশ্বর,
ঈশ্বর মোদের আত্মবিশ্বাস
করবেন না যে নশ্বর।