রাধা রানী কৃপা করে
আশ্রয় দাও হে মোরে,
জানি আমার নয় তো কিছুই
সব ওই তোমার তরে।
সকল কিছু তোমার ইচ্ছায়
তুমি সদা দাও মোরে সায়
রাখবো আমি সকল সময়
আমায় তোমার করে।
রাধা রানী কৃপা করে
আশ্রয় দাও হে মোরে।।

বাস্তবে আর স্বপ্নের মাঝে
তোমায় যেনো দেখি,
মোমায় নিয়েই মত্ত আমি
নয় গো এ প্রেম মেকি।
আড়াল করে যেয়ো না আর
খুলে দাও হে আলোকের দ্বার
সকল সময় রাখবো আমি
তোমার চরণ ধরে।
রাধা রানী কৃপা করে
আশ্রয় দাও হে মোরে।।