দিশে পাই না খুঁজিয়া আছি কোথায় মজিয়া
যাবো কোন দেশে,
আসে না মোর প্রভাত করবো কী বাজিমাত
যাই কোথা মেশে।
সব আশা রয় দূরে পারি না ধরতে সুরে
কতো চলি আর,
সময় চলিয়া যায় কবে ঠিক পাবো সায়
খুলিবে কী দ্বার?
চলি সুদূরের ডাকে কে বা আর কথা রাখে
ঠিক যাবে দেখা,
ভয় করি না গো কিছু যাবো সময়ের পিছু
এসেছি তো একা।
আঁধারের দ্বার খুলে আলো ভরে দেবো মূলে
মানবো না হার,
চলবো নিজের মতো তাতে যতো হই ক্ষত
পেতে হবে সার।।