দেখা পেলাম না আর, কতো নদী হবো পার
জানি না খুলবে কবে এই জীবনের দ্বার।।

দূর কবে হবে কাছে, জানি না কী আর আছে
কতো সইবো জীবনে আর এ দুঃখের ভার।।

অবিরাম যাই চলে জানি না কীসের ফলে
কখন যে হবে দূর এ জীবনের আঁধার।।

কতো বাধা পথে পাই, কখন মিলবে ঠাঁই
মানব জীবন হতে দিতে চাই না অসার।।