করছি টা কী পাই না বুঝে
যাচ্ছি আমি কী যে খুঁজে,
কখন আমি উঠবো পারে
থাকতে চাই না আর চোখ বুঝে।
পেতেই হবে লক্ষ্য এবার
মোকাবিলা করে ধাঁধার,
যেমন করেই আলো দিয়ে
মেটাতে ঠিক হবে আঁধার।
থাকতে চাই না এমনি পড়ে
নিজেকে চাই নিতে গড়ে,
পারতে হবে সকল কিছু
কেনো পড়বো মৃদু ঝড়ে।
চলবো এবার স্বাধীন মতো
পালন করবো আপন ব্রত,
যেমন করেই পূরণ করবো
আছে যতো মনের ক্ষত।
পড়ে পড়ে রইবো না আর
খুলবো এবার নতুনের দ্বার,
মরীচিকায় ভুলবো না গো
কী আছে এই জীবনের সার।।