ভালোবাসি প্রভাতের ঐ শিশির ভেজা
স্নিগ্ধ শীতল বাতাস,
মন ছুটে যায় অনুভূতির ছোঁয়ায় বয়স
হোক সাত কিংবা সাতাশ।
ভালোবাসি পাখির কিচিরমিচির, সূর্যের
মিষ্টি মিষ্টি আলো,
নদীর মাঝে চঞ্চল জলের খেলা দেখতে
লাগে খুবই ভালো।
ভালোবাসি সবুজ দৃশ্য, রঙিন আকাশ
পথিকের সেই হাসি,
মাঠ ভরা ধান আর কৃষকের মুখের খুশি
হাসি রাশি রাশি।
ভালোবাসি মানুষের মন, নয় কারো রূপ
নাহি কুটিল খেলা,
গ্ৰাম বাংলার ঐ ভেজা মাটির গন্ধ মোরা
করি না যে হেলা।
বিঃদ্রঃ কবিতাটি পত্রিকায় প্রকাশিত।