বর্তমানে আমরা তো
সবাই হলাম কাঠের পুতুল,
উঠি বসি কথায় কথায়
নিজের গায়ে ফোটাচ্ছি হুল।
সত্য মোদের কঠোর লাগে
বাস্তবকে যে হয় অবিশ্বাস,
মারামারি, হানাহানি
হয়ে গেছে সবার খাস।
ভয় নেই যে আজ কোনো লোকের
সবাই যে আজ অভ্যাসের দাস,
বর্তমানে অপকর্ম
করে আছে সবাইকে গ্ৰাস।