কার্গিল বিজয় স্মরণ
দেবাশীষ দেব
কাছাড়, আসাম।
ভারতীয় সেনার শৌর্য যে অসীম
শত্রুপক্ষ শৌর্য দেখে হয় সসীম,
এমন অনেক বীর গাঁথা আছে লিখা
কার্গিল যুদ্ধে দেখেছি অগ্নিশিখা।
ভারতীয় সৈনিক পেছন তাকায় না
এগিয়ে যায আপন লক্ষ্যে তা জানা,
ভারত মাতার রক্ষার্থে হয় বলিদান
তাদের করি মোরা সবে যে সম্মান।
কার্গিল যুদ্ধে অপারেশন ঐ বিজয়
আমাদেরকে দিয়েছে যে সত্যের জয়,
স্মরণ করি শ্রদ্ধা জানাই সৈনিকদের
তাদের জন্য হয়েছে জয় ভারতের।
ভারতীয় সৈনিক নির্ভীক-আগুয়ান
তাদের সম্মুখ সবকিছু যে হয় খান খান,
তাদের প্রতিশ্রুতি কভু হয় না লীন
তাদের মূল্য মোদের কাছে সীমাহীন।