হারিয়েছি কূল জীবনের মূল
কেমনে ফিরবো তীরে,
চারিপাশে দেখি সব কিছু মেকি
আঁধার রেখেছে ঘিরে।
কেটে যাক ঘোর এসে নব ভোর
পেয়ে জীবনের সার,
তাহার লাগিয়া চলছে প্রয়াস
ভবে তাই বার বার।
জড়তা আমায় দেয় না যে সায়
রেখেছে জড়িয়ে নীড়ে,
দ্বিধা এসে কাছে ধি-না দি-ন নাচে
হারিয়ে চলেছি ভীড়ে।
অজানা ভুলের নেই হেরফের
মাশুল চলেছি দিয়ে,
পাই না সাহারা আমি দিশে হারা
কে যাবে সুদূরে নিয়ে।
এখনো প্রকাশ দেয় না আভাস
যাই কোন পথে আমি,
কেমন করিয়া পাই না ভাবিয়া
সময়কে করি দামি।
যাই যতো দূরে তাকাবো না ঘুরে
আনবো জীবনে লয়,
যাবো ঠিকানায় পেতে হবে সায়
বাধা করে পরাজয়।।