উল্লাসে সব মাতে যেথায়
থাকো তুমি নীরবতায়,
সফলতা মিলবে তোমার
প্রাপ্য যে ঠিক হবে আদায়।

আজ না হয় ওই কষ্টে রইলে
শেষ কাটবে ঠিক সুখের ভেলায়,
আজ তুমি তাই হুশিয়ার হও
থেকো না আর হেলায় হেলায়।

আঁধারের পথ পার হয়ে যাও
খুলবে যে কাল আলোকের দ্বার,
বিজয় রথে বসবে তুমি
আজ শুধু ওই মেনো না হার।

যে যাই বলুক কান দিয়ো না
আগুয়ান হও তোমার মতে,
কারোর মতো না হলেও হয়
তোমায় তোমার হবে হতে।

লক্ষ্য তোমার স্পর্শ করো
নয় বাহানা আর কখনো,
হুশিয়ার হও এবার তুমি
সময় আছে ঠিক এখনো।।