আমি জানি তুমি সদা
সুখে আর দুঃখেতে ভাবো আমার কথা
খুলে দাও সব ধাঁধা
থাকে না যে তাই মোর মুখে নীরবতা।
জানি তুমি থাকো পাশে
তাও জানি দৃষ্টি রাখো সদা মোর দিকে
দেখে মন তোমা হাসে
রাখিও দৃষ্টি সদা হোক না যে তা ফিকে।
তুমি থাকিলে যে সাথে
ভয় শূন্য হই আমি, চলি নির্দ্বিধায়
ধরো তুমি হাত হাতে
দেখো তুমি দিকে দিকে হবে সদা ন্যায়।
তুমি বিনে নাহি গতি
থাকো তুমি সাথে প্রভু দেখাও হে পথ
ঠিক রবে সদা মতি
ধরা হয়ে উঠবে এক সুন্দর রথ।
হাসি দাও খুশি দাও
শুভ বুদ্ধি দিয়ে প্রভু রাখিও এমন
বিনিময় নাহি চাও
সবার সেরা তুমিই মোর প্রাণ ধন।