ঘুম হয়েছে অনেক ভবে
জেগে ওঠো এবার,
যেমন করেই মোকাবিলা
করো সকল বাধার।
ঘুমে থাকলে চলবে না আর
তরী করতে হবে ঠিক পার
প্রয়াস করলে নতুন আলোয়
ঘুচে যাবে আঁধার।
ঘুম হয়েছে অনেক ভবে
জেগে ওঠো এবার।।
পিছুটান আর টেনো না গো
তুমি মায়ার ভবে,
যেমন কর্ম করবে তুমি
তেমন সব ঠিক হবে।
নিজেকে ঠিক গড়ে তুলো
জীবন নয় আর অনেকগুলো
সময় থাকতে সমাধান ঠিক
করে ফেলো ধাঁধার।
ঘুম হয়েছে অনেক ভবে
জেগে ওঠো এবার।।