ক্ষমতা
ক্ষমতার নেশায়
উন্মাদ কতিপয় লোক
সীমা অতিক্রম করছে তারা
টাকার জোরে বকছে আবুল তাবুল
চাইছে কেড়ে নিতে এই পৃথিবীটাকে তার

নেশায় মত্ত, সময় দেখাবে তার বাহার
চড়তে হবে একদিন তাদের শূল
লোকে করবে তাদের তাড়া
কেমনে দেখাবে মুখ
রবে অসহায়
নীরবতা।