ভুলেই গেছি কী যে আছে
এই জীবনের লক্ষ্য,
কেমন করে জুড়াব ঠিক
রুক্ষ আমার বক্ষ।
তৃষ্ণাতুর মন বুঝতে চায় না
কী যে আমি করি,
সঠিক মতো কেমন করে
সময়ের লয় ধরি।
আর কতো পথ চলতে হবে
কী আছে আর বাকি,
সকল কিছু আমায় শুধু
দিয়েই চলছে ফাঁকি।
কেমন করে মোকাবিলা
করবো আমি দ্বিধার,
যেমন করেই তৈরি করতে
হবে এবার আধার।
পাই না আমি আমায় ফিরে
কীসের মাঝে আছি,
কীসের লাগি এলাম ভবে
কীসের আশায় বাঁচি।
যেমন করেই খুলতে হবে
সুদূরের পথ এবার,
মানব জীবন হতে দেওয়া
যাবে না আর অসার।।