নতুন করে গড়তে হবে
এই জীবনের স্বপ্ন,
নিজেকেই তো চিনতে হবে
কী মেকি আর রত্ন।
আমি কিছু পাই না বুঝে
কোন সে ধারা মিলবে খুঁজে
করতে যে চাই আপন সুরে
আপন সত্তার যত্ন।
নতুন করে গড়তে হবে
এই জীবনের স্বপ্ন।।

চক্ষু দুটি বুজে থাকলে
হবে না আর কিছু,
লক্ষ্য তোমায় খুঁজে নিয়ে
করতে হবে পিছু।
থেকো না আর অপেক্ষাতে
সকল কিছুই তোমার হাতে
যা হবে ঠিক সকল কিছুই
হবে তোমার জন্য।
নতুন করে গড়তে হবে
এই জীবনের স্বপ্ন।।