তারা দিয়েছিলো আপন রূধির
ভুলিয়া যায়নি তবুও শপথ,
আগলে রেখেছে প্রাণের বাংলা
মননে রাখিবে তাদের জগত।।
শিলচর, ঢাকা নয়- এ ধরণী
রেখেছিলো তারা আগলে শিয়রে,
মধুর মোদের বাংলা ভাষার
জয়গান আজ দুয়ারে দুয়ারে।।
যাদের লাগিয়া এ ভাষা অজর
তাদের চরণে মোদের প্রণাম,
আকাশ বাতাস হরষিত আজ
গানে গানে মনে সাজে ধরাধাম।
মুখে মুখে সবে দেখো কতো সুখে
গায় কতো গান, আছে কতো শান,
জনমে জনমে বাধিত আমরা
গাহি জয়গান বাংলার গান।।