চকচক করলেই সোনা হয় না
প্রয়োজন হয় গুণের,
বড়ো বড়ো কথায় হয় না
দরকার ভালো মনের।
দেখবে যেমন, হয় না তেমন
এটাই চলছে খেলা,
রূপ দেখে আজ লোকে বেশী
তাতেই যায় যে বেলা।
ভেতরটা যে কেউ দেখে না
দেখে শুধু ম্যকআ্যপ,
তাই তো সবাই ফাঁদে পড়ে
করে শুধু ঝুপঝাপ।
ভেতর বাহির একই হলে
থাকবে ভবে শান্তি,
হাসি খুশি থাকো তুমি
ঘুচে যাবে ক্লান্তি।