যেমন করেই দুঃখের পাহাড়
চড়তে হবে এবার,
দুঃখের পাহাড় চড়লে পরেই
মিলবে আলোর বাহার।
কাটবে তখন সকল আঁধার
মোকাবিলা করবে ধাঁধার
জীবন তোমার দেখো তখন
হবে না আর অসার।
যেমন করেই দুঃখের পাহাড়
চড়তে হবে এবার।।

কষ্টের পথ ঠিক পার হলেই তো
মিলবে সুখের দেখা,
এইটুকু পথ চলতে হবে
তোমায় একা একা।
সাহস নিয়ে চলতে হবে
অস্তিত্ব ঠিক তবেই রবে
মনের মাঝে রাখতে হবে
তাই তো সদা জোয়ার।
যেমন করেই দুঃখের পাহাড়
চড়তে হবে এবার।।