কতো প্রশ্ন জাগে মনে
দিশে পাই না খুঁজে,
কেমন করে সুদূরের লয়
নেবো আমি বুঝে।
কেমন করে মেটাই দ্বন্দ্ব
খুঁজবো আমি নতুন ছন্দ
সময়ের লয় পেলে একবার
নেবো তারে পূজে।
যেমন করেই সুদূরের লয়
নেবো আমি বুঝে।।
পড়ে পড়ে উঠে তো যাই
তবু পাই না লক্ষ্য,
চলার পথে কেমন করে
হবো আমি দক্ষ।
উঠতে হবে আমায় পারে
ঘুরবো কতো দ্বারে দ্বারে
এই প্রকৃতি চেতনা দিক
রবো না মুখ বুজে।
যেমন করেই সুদূরের লয়
নেবো আমি বুঝে।।