বছর গেলো কালবৈশাখী ঝড়ের মতো
উথাল পাতাল কতো এলো ভাবি ততো
ইতিহাসে স্মৃতি হয়ে থাকবে চিহ্ন
সবার নজর, দেখেছে তার ছবি ভিন্ন।
মহামারীর করাল গ্ৰাসে কাটলো বছর
সকল লোকের জীবন মাঝে ছিলো লহর
ভুলে যাও দু:স্বপ্ন বলে এই সব স্মৃতি
নিয়ে এসো জীবন মাঝে নতুন দীপ্তি।
শুরু করো নতুন বছর হাসি খুশি
হিংসা ভুলে প্রকৃতিকে ভালোবাসি
জোয়ার ভাটা আসে যায় তাই দৃঢ় থাকো
জীবন মাঝে রঙিন ছবি সবাই আঁকো।
ধনী গরীব সবাই মিলে হও একাকার
দেখবে তাতে রামধনুর সে সুন্দর বাহার।