বুঝে আমি পেলাম না ঠিক
কীসের লাগি এলাম ভবে,
কী জানি আর রইলো বাকি
কী জানি আর আমার হবে।
চলার পথে যাচ্ছি চলে
লক্ষ্য আমার পাই না খুঁজে,
আমি আমায় জানি না ঠিক
সত্যি কখন নেবো খুঁজে।
চলতে চলতে ক্লান্ত আমি
পথ এখনো অনেক বাকি,
সময়ের লয় আমায় শুধু
কেনো জানি দিচ্ছে ফাঁকি।
অনেক কিছু করার আছে
করতে কিছুই পারছি না যে,
সাধ্য আমার আছে জানি
দেখাও দিশে আমার মাঝে।
অন্ধকারে থাকবো কতো
চাই গো এবার আলোর দেখা,
পড়ে গেলেও উঠবো আমি
হবে তাতে নতুন শেখা।
খুলতে হবে সুদূরের দ্বার
চলতে হবে মনের জোরে,
যতোই বাধা থাকুক পথে
দাঁড়াতে ঠিক হবেই ঘুরে।।