ভেবে পাই না কূল কিনারা, ধরবো যে কোন দিশে
কীসের তরে কোথায় আমি যাবো যে ঠিক মিশে,
সকল ধৈর্যের বাঁধ টুঁটেছে, কী হবে আর জানি
তাও তো আমি নিচ্ছি আমায়, সঠিক পথে টানি।
মিটবে কখন মনের দ্বন্দ্ব, পাই না আমি বুঝে
সময়ের লয় যেমন করে, নিতেই হবে খুঁজে,
নিজ বিশ্বাসে অনেক দূরে, দিতে হবে পাড়ি
পেছন ফিরে দেখবো না আর, সবার সাথে আড়ি।
মনের মতো গড়তে হবে নিজেকে ঠিক এবার
মোকাবিলা করে যেতে হবে সকল ধাঁধার,
প্রস্তুত এবার হতেই হবে সকল ভীতি ছেড়ে
নিজ অধিকার নিতেই হবে, নিজেকে ঠিক কেড়ে।
ভুলে বসলে হবে না আর, আপন সত্তা ভবে
যা হবে ঠিক দেখা যাবে, চলতে তবু হবে।।