প্রভুর কাছে এই বাসনা
চেতনা দাও মোরে,
পদতলে সঁপে দিলাম
নাও হে তোমার তরে।
তুমি বিনে আর যে কিছুই
বুঝি না গো আমি,
আমার কাছে তুমিই হলে
সবার থেকে দামি।
তোমার নামে মত্ত হয়ে
আমি ভবঘুরে,
আর কখনো নিয়ো না গো
তোমার থেকে দূরে।
কৃষ্ণ নামের জোয়ার ভাটায়
ডুব দিতে চাই আমি,
জানি প্রভু এই সংসারে
তুমি জগৎ স্বামী।
তোমার কৃপা না পেলে আর
হবে না ঠিক কিছু,
নিচ্ছি আমি তাই তো সদা
প্রভু তোমার পিছু।।