চৈত্র গেলো ঝরা পাতার খেলা হলো শেষ,
কচি পাতায় ভরবে বৃক্ষ, লাগবে দৃশ্য বেশ।
সাজবে ধরা নতুন করে ফুলে ফলে উঠবে ভরে
জাগবে মনে অনুভূতি, হবে সব বিশেষ।
চৈত্র গেলো ঝরা পাতার খেলা হলো শেষ।।
বসন্তের ওই খেলা শেষেও আছে কতো বাহার,
প্রকৃতির ওই শুভ শক্তি দূরে রাখে আঁধার।
নতুন বছর নতুন করে বসন্তের লয় দেবে ভরে
সব কিছুতেই এই প্রকৃতির কৃপা যে অশেষ।
চৈত্র গেলো ঝরা পাতার খেলা হলো শেষ।।
নতুন বছর নতুন করে, সাজাবে জীবন,
নিজের মতো নিজেকে তাই করো হে আপন।
ঘুচে যাবে সকল দ্বন্দ আনবো আমি নতুন ছন্দ
মনের থেকে দূরে রাখো ওই হিংসা বিদ্বেষ।
চৈত্র গেলো ঝরা পাতার খেলা হলো শেষ।।
বছর ঘুরে ফিরে পাবে আবার ওই বসন্ত,
এই চক্রের যে কোনো দিন আর, হবে না অন্ত।
এমন করেই চলবে জীবন ভাঙা গড়ার দেখবে স্বপন
মনের মাঝে থেকে যাবে এই জীবনের রেশ।
চৈত্র গেলো ঝরা পাতার খেলা হলো শেষ।।