বুঝতে হবে যেমন করেই
এই সময়ের বাহার,
মোকাবিলা করতে হবে
ভবে সকল ধাঁধার।
সমাধান ঠিক জানতে হবে
সকল কিছু তবেই হবে
ঘুমে থাকলে হবে না আর
যতোই থাকুক আঁধার।
বুঝতে হবে যেমন করেই
এই সময়ের বাহার।।
খুলতে হবে মনের ওই দ্বার
উঠতে হবে পারে,
দেখতে হবে কী আছে আর
সময়ের ওই পারে।
আজানারে জানতে হবে
অস্তিত্ব ঠিক তবেই রবে
জীবনের লয় হতে দেওয়া
যাবে না আর অসার।
বুঝতে হবে যেমন করেই
এই সময়ের বাহার।।