বন্ধন শব্দটি খুব আন্তরিকতার
ভালোবাসার অটুট ঐ রাখি বন্ধন,
রাখি বন্ধন যে ভাই বোনের সমাহার
এ বন্ধন ভাঙবে না, কোনোদিন ক্ষণ।
থাকবে দু'জন একে অপরের সাথে
অশ্রু আসতে দেবে না, বোনের চক্ষুতে,
ভাই বোন থাকবে যে সদা সাথে হাতে
বিপদ পারবে না যে তাদেরকে ছুঁতে।
ভাই বোনের সম্পর্ক হাসি খুশি দ্বন্দ্ব
ক্ষণে হাসি, ক্ষণে কান্না নয় বেশী মন্দ,
দ্বন্দ্ব ভুলে বারে বারে গড়ে নব্য ছন্দ
দুজনের সম্পর্ক যে হাসি খুশি গন্ধ।
ভাই বোনের খুশির দ্বার নাহি বন্ধ
রাখি বন্ধন আনে যে কতোই আনন্দ।