পাঁচ বছরে যে একটি বার
মুখে ফুটে মিষ্টি,
নইলে কভু তাকাবে না এমন তাদের কৃষ্টি
কাজের সময় প্রণাম পাবে
কাজ ফুরলে দূরে যাবে
একটি কথাই পাঁচ বছরে বলবে তারা আবার।
মাঠে ঘাটে পাবে তাদের
পাঁচ বছরে একবার,
স্বার্থ তাদের ফুরিয়ে গেলে দেখা পাবে না আর
মুখে ফুটে যে ফুলঝুরি
স্বপ্ন দেখায় নেয় সব কাড়ি
পরের কথা শুনবে না যে শুনবে নিজের স্বাদের।
উন্নয়নের কথা শুধু
মুখেই তাদের সাজে,
বড়ো বড়ো কথা শুধু নেই যে কিছু কাজে
তাই তো তারা বহুরূপী
থাকে তারা চুপি চুপি
গাড়ি বাড়ি সব যে তাদের তবু দেখে ধূ ধূ।
মানবতার "ম" নেই তাদের
স্বার্থ নিয়ে ব্যস্ত,
বুঝে শুনে করো তাদের দায়িত্বভার ন্যস্ত
ফাঁকি তারা জানে ভালো
তারাই করে জগত কালো
তাই তো তারা ভিন্ন রূপী, তারা শূন্য স্বাদের।