নিজেকে ঠিক বদলে ফেলতে
হবে এবার ধরায়,
সঠিক কর্ম করতে হবে
তাতেই তো লয় ভরায়।
নতুন স্বপ্ন করে বপন
কাজে লাগতে হবে এখন
বসে থাকলে হবে না আর
মরবো পরে খরায়,
নিজেকে ঠিক বদলে ফেলতে
হবে এবার ধরায়।।
ঘুমের মাঝে থাকবো কতো
অর্ধেক জীবন ঘুমে,
বাস্তবতা তাই তো এবার
নিতেই হবে চুমে।
করতে হবে সদা প্রয়াস
তাতেই জানি মিলবে আভাস
নইলে জানি মৃদু হাওয়ায়
সকল কিছু ঝরায়।
নিজেকে ঠিক বদলে ফেলতে
হবে এবার ধরায়।।