হে বিদ্রোহী কবি তুমি যে ছিলে
ভুবন মাঝে এক নতুন আলো
তোমার সব কবিতায় যে পাই
চাও যে তুমি সকলেরই ভালো।
বিদ্রোহী যে ছবি উঠেছে ফুটে
তোমারই যে কবিতার মাঝে
তোমার মাঝে যে গীতিকার,কবি
সকল রূপ ভালো করে যে সাজে।
তোমার গানে মুগ্ধ হয় সবে
তোমার গান এ নজরুল গীতি
মনে ভাসে যে শান্তিরই বাতি
দারিদ্রে যে গেছে তোমার রাতি।
অন্ধকার রাত গিয়েছে কতো
তবু তুমি যে কভু মানোনি হার
তাই তো তুমি বেঁচেই আছো মনে
হারিয়ে তুমি যাওনি একাকার।
অন্যায়ের কাছে হওনি নত
করেছ সদা প্রতিবাদ তার
তুমিই হলে বীর যোদ্ধা কবি
চরণ মাঝে নমি যে শত বার।