সংবিধানের প্রতীক মোরা
চলছি সবাই সুরে,
বজায় রাখতে হবে তার মান
সঠিক পথে ঘুরে।
চেতনা ঠিক বজায় রেখে
খুঁজতে হবে ধারা,
সবাই মোরা ভারতবাসী
একই লয়ে হারা।
এই ভারতের অখণ্ডতা
টুঁটতে দেবো না গো,
ছুটতে হবে একই সাথে
জাগো সবাই জাগো।
সুদূরের পথ খোলা আছে
জেগে থাকতে হবে,
এই ভারতকে শ্রেষ্ঠ আসন
দিতেই হবে ভবে।
এই ভারতের জয়গান উঠতে
হবে চারিদিকে,
এই ভারতের শ্রেষ্ঠ ঝলক
নেবে সবাই শিখে।
নতুন জোয়ার আসুক এবার
নতুনত্ব নিয়ে,
সকল আঁধার মুছে যাক ঠিক
নতুন আলো দিয়ে।।